শনিবার | ১ নভেম্বর | ২০২৫

ডেঙ্গুতে এক সপ্তাহে ১২ জনের মৃ*ত্যু

দেশে গত এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২,৫৫৯ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত শনি থেকে আজ শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু এবং দুই হাজার ৫৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত সপ্তাহে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু এবং দুই হাজার ৫৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ৩০ আগস্ট কারো মৃত্যু না হলেও ৩৬৭ জন হাসপাতালে, ৩১ আগস্ট চারজনের মৃত্যু এবং ৫৬৮ জন হাসপাতালে, ১ সেপ্টেম্বর কারো মৃত্যু না হলেও ৫৫২ জন হাসপাতালে, ২ সেপ্টেম্বর তিনজনের মৃত্যু এবং ৪৭৩ জন হাসপাতালে, ৩ সেপ্টেম্বর দুজনের মৃত্যু এবং ৪৪৫ জন হাসপাতালে, ৪ সেপ্টেম্বর তিনজনের মৃত্যু এবং ৩৬৩ জন হাসপাতালে, ৫ সেপ্টেম্বর কারো মৃত্যু না হলেও ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৩১ হাজার ৭৯৪ জন। মারা গেছে ১৩০ জন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img