বৃহস্পতিবার | ১৮ ডিসেম্বর | ২০২৫

ভারতের নতুন উপররাষ্ট্রপতি নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণণ

ভারতের উপররাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এনডিএ সমর্থিত প্রার্থী ও মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি. সুদর্শন রেড্ডিকে পরাজিত করে তিনি জয় লাভ করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোট পড়েছে ৭৬৭টি। এর মধ্যে ১৫টি অবৈধ ঘোষণা করা হয়। বৈধ ৭৫২ ভোটের মধ্যে সিপি রাধাকৃষ্ণণ পেয়েছেন ৪৫২ ভোট, আর বি. সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০ ভোট। ব্যবধান দাঁড়িয়েছে ১৫২ ভোটে। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রাজ্যসভা মহাসচিব ও রিটার্নিং অফিসার পি. সি. মদী।

এই নির্বাচনে উল্লেখযোগ্য পরিমাণে ক্রস ভোটিং হয়েছে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে। বিরোধী জোটের কিছু সাংসদ এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। যদিও কংগ্রেস দাবি করেছে, তাদের ৩১৫ জন সাংসদ ঐক্যবদ্ধ ছিলেন।

পূর্বতন উপররাষ্ট্রপতি জগদীপ ধনখড় ২১ জুলাই ২০২৫ তারিখে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সিপি রাধাকৃষ্ণণ ভারতের ১৫তম উপররাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।


সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ইকোনমিক টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস ও রয়টার্স

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img