বৃহস্পতিবার | ১১ সেপ্টেম্বর | ২০২৫

কাতারে ইসরাইলের হামলার নিন্দা জানাল পাকিস্তান

কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। এই হামলাকে অধিক ভয়াবহ উসকানি বলে জানিয়েছে ইসলামাবাদ। এর ফলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থায়িত্ব হুমকির মুখ পড়বে। খবর জিও নিউজ

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক্স পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ নিন্দা জানান।

তিনি বলেন, এই হামলা বেআইনি ও জঘন্য। কারণ একটি বেসামরিক ভবনে এই হামলা চালানো হয়েছে, যা নাগরিকদের নিরাপত্তা লঙ্ঘিত করেছে।

তিনি আরও বলেন, এ ধরনের আগ্রাসন পুরোপুরি অযৌক্তিক। এটি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। এ হামলার ফলে অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। কাতারের নেতৃত্বের প্রুতি সংহতি জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা কাতারের সঙ্গে রয়েছি, পাশাপাশি ফিলিস্তিনের জনগণের প্রতিও আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। এ হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও। তিনি বলেন, এটি পুরোপুভিাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img