বৃহস্পতিবার | ১১ সেপ্টেম্বর | ২০২৫

আমেরিকা হচ্ছে ইসর|ইলের উকিল: খালেদ মিশাল

আমেরিকাকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উকিল বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান খালেদ মিশাল।

তিনি বলেন, আমেরিকা দখলদার জায়োনিস্ট শাসনকে সামরিক ও রাজনৈতিকভাবে সাহায্য করছে। প্রকৃতপক্ষে ওয়াশিংটনই হচ্ছে তেলআবিবের উকিল, যারা এই খুনিদের বিচার হতে দিচ্ছে না।

বুধবার (১০ সেপ্টেম্বর) হুরিয়াত রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খালেদ মিশাল বলেন, আমি মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তারা বিশ্বকে বাধ্য করে দখলদার জায়োনিস্ট রাষ্ট্রের গণহত্যার অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে।

তিনি বলেন, গাজ্জা এখন একটি বৈশ্বিক যুদ্ধে জড়িয়ে, যেখানে গণহত্যা, ক্ষুধা, বাস্তুচ্যুতি এবং পরিকল্পিত হত্যাযজ্ঞের মুখোমুখি হতে হচ্ছে বাসিন্দাদের। গাজ্জার এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আমাদের সবাইকে চিন্তা করা উচিৎ। আমরা আপনাদের সাহায্যের জন্য কৃতজ্ঞ। গাজ্জার মানুষ শত্রুর হত্যাযজ্ঞ এবং গাজ্জা খালি করার চেষ্টা রুখেছে। গণহত্যা, গৃহহীনতা, ক্ষুধা আর জাতিগত নিধন এইসব জুলুম গাজ্জার মানুষ আজ সহ্য করছে।

তিনি আরও বলেন, গাজ্জা যুদ্ধের দায় গোটা বিশ্বের, বিশেষ করে আমেরিকার ওপর বর্তায়। আমেরিকা আজকের এই অন্যায় বৈশ্বিক ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছে। ওয়াশিংটন কোনো মধ্যস্থতাকারী নয়, বরং সরাসরি এই হামলায় অংশীদার।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img

এই বিভাগের

spot_img