পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তান ইস্যুতে সেনাপ্রধান আসিম মুনিরের নীতি কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আফগান সরকারের বিরোধী একটি লবিকে খুশি করতে গিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করা হচ্ছে। ইমরানের মতে, বর্তমান সময়ে আফগানদের সহায়তা করা উচিত, বিতাড়ন নয়।
ইমরান খান বলেন, “দশকের পর দশক আমরা আফগান ভাইদের আতিথেয়তা দিয়েছি। অথচ এখন, যখন আফগানিস্তান ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত, তাদের জোর করে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। আমাদের উচিত তাদের সাহায্য করা, বিতাড়ন নয়।”
গত সোমবার আদিয়ালা জেল থেকে পাঠানো এক বার্তায় ইমরান খান এসব কথা বলেন।
তিনি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিনকে নির্দেশ দেন, তিনি যেন আফগানিস্তানে গিয়ে আলোচনায় বসেন এবং পারস্পরিক সমস্যা, শান্তি ও নিরাপত্তা নিয়ে কথা বলেন। ইমরান বলেন, “এভাবেই পরিস্থিতি খারাপ হওয়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।”
এ ছাড়া তিনি ভুয়া পাক সরকারের দ্বিচারিতা তুলে ধরে প্রশ্ন তোলেন, “যখন মরিয়ম নওয়াজ জাপান ও থাইল্যান্ডে ভ্রমণ করতে পারেন, তখন কেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আফগানিস্তানে গিয়ে তাঁর প্রদেশের শান্তির জন্য কাজ করতে পারবেন না?”