রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

ন্যাটো দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধের আহ্বান ট্রাম্পের

ন্যাটো দেশগুলোকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ন্যাটো দেশগুলো রাশিয়ার তেল কেনা বন্ধ করলেই মস্কোর ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজের সামাজিকমাধ্যম ট্রথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন। খবরে আল জাজিরার।

ট্রাম্প বলেন, ‘যখন সকল ন্যাটো দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে এবং একই পদক্ষেপ নেবে, তখন রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এজন্য আমি প্রস্তুত।’ একে তিনি ন্যাটোসহ সারাবিশ্বের প্রতি তার বার্তা হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি চীনের অর্থনীতি দুর্বল করতে দেশটির ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দেন।

তিনি বলেন, ‘যুদ্ধে জয়ের জন্য ন্যাটোর প্রতিশ্রুতি শতভাগের কম। জোটের কিছু সদস্য রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখছে, এটা আশ্চর্যজনক।’

তিনি আরও বলেন, ‘আমি যেমনটা বলছি, ন্যাটো যদি সেভাবে কাজ করে তাহলে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে। আর যদি সেটা না করেন তাহলে আপনারা অযথা আমার সময় নষ্ট করছেন।’

উল্লেখ্য, চীন ও ভারতের পর ন্যাটো সদস্য তুরস্ক রাশিয়ার তেলের তৃতীয় বৃহত্তম ক্রেতা।

এর আগে, একাধিকবার রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ট্রাম্প। মস্কো সেই সময়সীমা ও হুমকি উপেক্ষা করলেও ট্রাম্প কোনো পদক্ষেপ নেননি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img