বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

ফিলিস্তিন-কাশ্মীর ইস্যু সমাধানে করতে হবে, নীরব দর্শক হলে চলবে না: জাতিসংঘকে পাক উপ-প্রধানমন্ত্রী

ফিলিস্তিন ও কাশ্মীরের মতো দীর্ঘদিনের ইস্যুগুলোর কার্যকর সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবশ্যই অর্থবহ পদক্ষেপ নিতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

তিনি বলেন, নীরব দর্শক হয়ে বসে থাকা চলবে না।

সম্প্রতি আরব গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

কাতারে ইসরাইলের হামলা নিয়ে তিনি বলেন, বিশ্বকে এখনই ইসরাইলকে থামাতে হবে। শুধুমাত্র নিন্দা জানানো এখন আর যথেষ্ট নয়, ইসরাইলি আগ্রাসন থামাতে এখনই আন্তর্জাতিক সম্প্রদায়ের সুস্পষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

ইসহাক দার সতর্ক করে বলেন, লেবানন, সিরিয়া এবং সবশেষ কাতারে ইসরাইলের হামলা গ্রহণযোগ্য নয় এবং তা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

কাতারে ইসরাইলের হামলায় পাকিস্তান কঠোরভাবে নিন্দা জানায় উল্লেখ করে তিনি বলেন, ‘এটি ভ্রাতৃপ্রতিম একটি দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।’

গত সপ্তাহে কাতারে ইসরাইল বিমান হামলা চালায়। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বহু দেশ এ হামলার নিন্দা জানিয়েছে। ওই ঘটনার পর আঞ্চলিক উত্তেজনা বেড়ে গেছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তান এ ঘটনায় কাতারের পাশে ছিল এবং সোমালিয়ার সঙ্গে মিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান জানিয়েছে। তিনি কাতারের উদ্যোগে দোহায় আরব-ইসলামিক জরুরি সম্মেলনের সিদ্ধান্তেকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, গাজ্জার মানুষ ভয়াবহ দুরবস্থার মধ্যে রয়েছে, এখনই নিঃশর্ত যুদ্ধবিরতি নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, ইসরাইলের উত্তেজনামূলক কর্মকাণ্ডই প্রমাণ করে তারা অঞ্চলে শান্তি চায় না। এই মুহূর্তে মুসলিম ঐক্য আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন বলেও জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img