তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, “আমরা জেরুজালেমকে অপবিত্র হাত দ্বারা কলুষিত হতে দেব না। যদিও আমি জানি, হিটলারের প্রশংসকদের ক্ষোভ সম্ভবত কখনো পুরোপুরি মুছে যাবে না।”
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানী আঙ্কারায় তুরস্কের নতুন পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এরদোগান বলেন, “কেউ আমাদের গাজ্জার নির্যাতিত জনগণের পাশে দাঁড়ানো থেকে বাধা দিতে পারবে না, যারা ইসরাইলের নির্মম হামলার মধ্যে জীবিত থাকার জন্য সংগ্রাম করছে।”
তিনি বলেন, “আমরা আজ ও আগামীকালও দৃঢ়ভাবে তাদের বিরুদ্ধে দাঁড়াব যারা আমাদের অঞ্চলকে রক্তক্ষয়ী সমুদ্রে পরিণত করতে চায়, এবং যারা আমাদের ভৌগোলিক স্থিতিশীলতাকে ভাঙতে চেষ্টারত।”
তিনি আরও বলেন, ইসরাইলি দমন ও সহিংসতার শিকারদের সঙ্গে তুরস্ক পূর্ণ সংহতি বজায় রাখবে, সিরিয়া থেকে ইয়েমেন, লেবানন থেকে কাতার পর্যন্ত।
এরদোগান বলেন, “যারা বিশ্বাস করে যে নিরীহ শিশুর প্রাণ নিয়ে দমন ও গণহত্যার মাধ্যমে নিরাপদ ভবিষ্যত তৈরি করা সম্ভব, তারা তাদের নিজের রক্তের মধ্যেই ডুবে যাবে।”
সূত্র: ইয়ানি সাফাক