মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারত হ|মল| করলে পাশে থাকবে সৌদি: পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মাদ আসিফ বলেছেন, ভবিষ্যতে নয়াদিল্লি যদি ইসলামাবাদে হামলা করে তাহলে সৌদি আরব আমাদের পাশে থাকবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন খাজা আসিফ।

সাক্ষাৎকারে ভবিষ্যতে ভারত যদি কখনও পাকিস্তানকে লক্ষ্য করে হামলা করে, তাহলে ইসলামাবাদের পাশে রিয়াদ দাঁড়াবে কি না জানতে চাইলে আসিফ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সৌদির সঙ্গে আমাদের স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির ৫ নম্বর ধারায় ‘যৌথ প্রতিরক্ষা’ এর উল্লেখ আছে; এর অর্থ হলো, চুক্তির অংশীদার কোনো দেশের ওপর যদি হামলা হয়— তাহলে তা চুক্তিতে স্বাক্ষরকারী সব দেশের ওপর হামলা বলে বিবেচনা করা হবে।’

খাজা আসিফ বলেন, ‘আমাদের এই চুক্তিটি ন্যাটোর আদলে তৈরি করা হয়েছে; অর্থাৎ এটি প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। কোনো দেশে হামলা বা আগ্রাসন চালানোর কোনো সুযোগ এখানে রাখা হয়নি। তবে যদি সৌদি আরব কিংবা পাকিস্তানের ওপর হামলা হয়, তাহলে আমরা সম্মিলিতভাবে তা প্রতিহত করব।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ