শনিবার | ৪ অক্টোবর | ২০২৫

ট্রাম্পের পরিকল্পনায় শাহবাজ শরীফের সমর্থন পাক ভিত্তিমূলের বিপরীত: মাওলানা ফজলুর রহমান

ইহুদিবাদী সন্ত্রাসীদের প্রধান মদদদাতা রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক প্রস্তাবিত গাজ্জা শান্তি পরিকল্পনায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সমর্থনকে পাকিস্তানের ভিত্তিমূলের বিপরীত বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান।

তিনি বলেন, ট্রাম্পের গাজ্জা শান্তি পরিকল্পনায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সমর্থন শুধু পাকিস্তানের ভিত্তিমূলের বিপরীতই নয়, বরং জাতীয় বয়ানেরও বিরোধী।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, পাকিস্তানের জনক (মুহাম্মদ আলি জিন্নাহ) জায়োনিস্ট ইসরাইলকে আরব বিশ্বের পিঠে খঞ্জর বলে আখ্যায়িত করেছিলেন। এও বলেছিলেন, “এটি একটি অবৈধ রাষ্ট্র। আমরা কখনো ইসরাইলকে মেনে নিবো না।” আর আমরা (পাকিস্তান ও এর জনগণ) এই নীতি ও বয়ানের প্রতি দায়বদ্ধ।

ট্রাম্পের পরিকল্পনায় সমর্থন জানানো পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসেম মুনিরেরও সমালোচনা করেন তিনি।

২০২৪ এর ১৭ অক্টোবর, ‘কোর কমান্ডার কনফারেন্সে’ ফিলিস্তিন ইস্যুতে দেওয়া তার বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আপনি আপনার তখনকার ও সাম্প্রতিক বক্তব্য মিলিয়ে দেখুন কতটা পার্থক্য ও বৈপরীত্য সৃষ্টি হয়েছে।

পাক প্রধানমন্ত্রীকেও তিনি ফিলিস্তিন ইস্যুতে জেনারেল এসেম্বলিতে ও জেনারেল এসেম্বলি পরবর্তী দেওয়া নিজের বক্তব্য মিলিয়ে দেখার আহবান জানান যে, কতটা পার্থক্য তৈরি হয়েছে।

এছাড়া আমেরিকা বিশ্ব সন্ত্রাসীদের স্বার্থে ফিলিস্তিনি জনগণকে ও তাদের সমর্থিত প্রতিনিধি হামাসকে অগ্রাহ্য করে জোরপূর্বক একটি ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে বলেন, মাহমুদ আব্বাস যদিও প্যালেস্টাইন অথোরিটির তরফে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী, কিন্তু রাষ্ট্র ইস্যুতে ইসরাইলের বিরুদ্ধে তাদের তেমন ভূমিকা নেই। বরং হামাসই এই লক্ষ্যে কাজ করছে, লড়াই করছে। পাশাপাশি তারা এমন গোষ্ঠী যাদের প্রতি ফিলিস্তিনি জনগণের সমর্থন রয়েছে। তাই হামাসকে বাদ দিয়ে কোনো শান্তি পরিকল্পনা হতে পারে না।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img