শুক্রবার | ১০ অক্টোবর | ২০২৫

ভারতের সঙ্গে যুদ্ধে চীনা অস্ত্রের প্রশংসা করেছেন পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক

ভারতের সঙ্গে গত মে মাসে সংঘাতে ব্যবহৃত চীনা তৈরি অস্ত্রব্যবস্থার পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

তিনি বলেন, এসব চীনা প্ল্যাটফর্ম ‘অসাধারণভাবে কার্যকর’ ছিল। ।

মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজ ব্লুমবার্গের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

ইসলামাবাদ থেকে গত সপ্তাহে দেওয়া এক সাক্ষাৎকারে আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘নিশ্চিতভাবে বলতে পারি, সাম্প্রতিক চীনা সামরিক প্ল্যাটফর্মগুলো তাদের সক্ষমতা অসাধারণভাবে প্রদর্শন করেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সব ধরনের প্রযুক্তির প্রতি উন্মুক্ত।’

ডিজি আইএসপিআর জানান, পাকিস্তান এখন পর্যন্ত সাতটি ভারতীয় বিমান ভূপাতিত করার প্রমাণ দিয়েছে, যা এর আগে ছয়টি বলা হয়েছিল। এই সংখ্যাটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গেও মিলে, যিনি সম্প্রতি ভার্জিনিয়ায় এক সমাবেশে বলেন, ‘ওরা সাতটি বিমান নামিয়েছে,’ যদিও তিনি কোন পক্ষের কথা বলছেন তা স্পষ্ট করেননি।

জেনারেল চৌধুরী বলেন, ‘পাকিস্তানের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা কখনোই তথ্য-উপাত্ত নিয়ে খেলিনি।’

চীনা অস্ত্র ব্যবহারে পাকিস্তান ভবিষ্যতেও অগ্রাধিকার দেবে কিনা—এই প্রশ্নে আইএসপিআর প্রধান বলেন, পাকিস্তান, চীন ও পশ্চিমা উভয় উৎস থেকেই সরঞ্জাম ক্রয় করে। ‘আমাদের কৌশল সবসময়ই কার্যকর, দক্ষ এবং অর্থনৈতিকভাবে সাশ্রয়ী প্ল্যাটফর্ম ও প্রযুক্তি গ্রহণ করা,।’

তিনি আরও বলেন, পাকিস্তান কোনো অস্ত্র প্রতিযোগিতায় নেই। ‘আমাদের প্রতিরক্ষা বাজেট প্রতিবেশী ভারতের তুলনায় খুবই অল্প। আমাদের হাতে সীমাহীন অর্থের বিলাসিতা নেই,।’

spot_img
spot_img

এই বিভাগের

spot_img