পাকিস্তানে ভয়াবহ হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ও মেজরসহ ১১ সেনা নিহত হয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক জনসংযোগ দপ্তর-আইএসপিআর।
এ ঘটনায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন এবং তাদের আত্মত্যাগকে জাতির ঐক্য ও দৃঢ়তার প্রতীক বলে অভিহিত করেন।
অন্যদিকে, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও এক বিবৃতিতে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন।