সোমবার | ১৯ জানুয়ারি | ২০২৬
spot_img

পাকিস্তানের বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তান

ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর হামলা চালিয়েছে ইমারাতে ইসলামিয়া আগানিস্তানের সেনারা।

বিবৃতিতে আফগান সেনাবাহিনী বলেছে, “পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিশোধে পূর্বাঞ্চলে তালেবান সীমান্তরক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়েছে।”

শনিবার (১১ অক্টোবর) রাতে সীমান্তে পাক সেনাদের ওপর এ হামলা চালায় আফগানিস্তানের সীমান্ত রক্ষীরা। ওই সময় পাক সেনারাও পাল্টা হামলা চালায়।

এদিকে সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আফগান সেনাদের অসংখ্য গাড়ি পাকিস্তান সীমান্তের দিকে যাচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তানের বিমানবাহিনী। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

সূত্র: দ্য হিন্দু

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ