সোমবার | ১৯ জানুয়ারি | ২০২৬
spot_img

আবার হামলা হলে পাকিস্তানকে কঠোর জবাব দেওয়া হবে: আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর বারবার সীমান্ত লঙ্ঘন ও আফগান ভূখণ্ডে বিমান হামলার জবাবে আফগান সেনা বাহিনী পাল্টা হামলা চালিয়েছে। পাকিস্তান যদি আবারও আফগানিস্তানের সীমান্ত লঙ্ঘন করে, তাহলে আফগান বাহিনী দেশের ভূখণ্ড রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং দৃঢ় জবাব দেবে।

রোববার (১২ অক্টোবর) এক বিবৃতিতে হুশিয়ার উচ্চারণ করে আফগানিস্তান।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ডুরান্ড লাইন সংলগ্ন পাকিস্তানি মিলিশিয়া ঘাঁটিগুলোর বিরুদ্ধে পরিচালিত এসব অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আফগান নিরাপত্তা বাহিনী হেলমান্দ, কান্দাহার, জাবুল, খোস্ত, পাকতিয়া, কুনার ও নাঙ্গারহার প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি মিলিশিয়া ঘাঁটিগুলোর ওপর একাধিক হামলা চালিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব অভিযানে বহু পাকিস্তানি সেনা হতাহত হয়েছে, তাদের কয়েকটি পোস্ট ধ্বংস হয়েছে এবং আফগান বাহিনী যুদ্ধলব্ধ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দখল করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কাবুল ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়াতেই এসব পাল্টা হামলা পরিচালিত হয়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ