সোমবার | ১৩ অক্টোবর | ২০২৫

ট্রাম্পকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার দিচ্ছে ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরে তাকে ইসরাইলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ইসরাইলের স্থানীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলে পৌঁছালে তাকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ।

তিনি জানান, ট্রাম্পকে এই পুরস্কার দেওয়া হচ্ছে ইসরাইলের প্রতি তার ‘অটল সমর্থন’-এর স্বীকৃতি হিসেবে। এর মধ্যে রয়েছে, আব্রাহাম চুক্তি স্বাক্ষর, ‘ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন, ইসরাইলি বন্দিদের মুক্তি নিশ্চিতকরণ এবং ইরানে আমেরিকার হামলার মতো পদক্ষেপ।

দ্য জেরুজালেম পোস্ট এবং ইয়ানেট নিউজ জানায়, সোমবার ইসরাইলি পার্লামেন্ট নেসেটে তাদের বৈঠকের সময় হার্জগ ট্রাম্পকে এই সিদ্ধান্তের কথা জানাবেন।

একই দিনে ট্রাম্পের ইসরাইলি পার্লামেন্টে ভাষণ দেওয়ারও কথা রয়েছে।

এর আগে, রোববার (১২ অক্টোবর) রাতে ইসরাইলের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করার সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন,‘(গাজ্জা) যুদ্ধ যে শেষ হয়েছে, সেটা আপনারাই দেখতে পাচ্ছেন।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য ‘স্বাভাবিক হয়ে উঠবে’।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img