সোমবার | ১০ নভেম্বর | ২০২৫

মনোনয়ন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল ছাত্রদল নেতার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এ সময় উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত আটজন।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ছাত্রদল নেতার নাম তানজিম আহমেদ আবিদ। তিনি ময়মনসিংহ ওলামায়ে দলের সদস্য মো. দেওয়ানের ছেলে।

স্থানীয়রা জানায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এম ইকবাল হোসেন ও মনোনয়ন বঞ্চিত তায়েবুর রহমান হিরন গ্রুপের সমর্থকদের মধ্যে বিকেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানজিম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে চিকিৎসকদের দাবি, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তিনি স্ট্রোক করে মারা গেছেন। বিস্তারিত জানতে ময়নাতদন্তের পর রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, আমি বিষয়টি শুনেছি, তবে কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নই। চিকিৎসকের মতামত ছাড়া কিছু বলা সম্ভব নয়। এমনকি নিহত ব্যক্তি ঘটনাস্থলে ছিলেন কিনা, সেটিও যাচাই চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img