শুক্রবার | ১৪ নভেম্বর | ২০২৫

সোহরাওয়ার্দীতে উদ্যানে খতমে নবুওয়ত সম্মেলন কাল; উপস্থিত থাকবেন বিশ্ববরেণ্য আলেমরা

কাদিয়ানীর অমুসলিম ঘোষণার দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ আয়োজিত এই মহাসম্মেলনে দেশি-বিদেশি আলেমরা বক্তব্য রাখবেন। এতে সারাদেশ থেকে সংশ্লিষ্ট ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করবেন। মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে সকাল নয়টায় এই সম্মেলন শুরু হবে।

এদিকে মহাসম্মেলনে যোগ দিতে এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগমন করেছেন খ্যাতনামা ওলামা মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদরা। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট সৌদি আরবের নায়েবে আমির শায়েখ আব্দুর রউফ মাক্কী, আল-আজহার ইউনিভার্সিটির অধ্যাপক ড. শায়েখ মুসআব নাবীল ইবরাহীম (মিশর); বিশিষ্ট দাঈ ও ইসলামী চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান (পাকিস্তান) প্রমুখ।

দেশের শীর্ষ ওলামায়ে কেরামের মধ্যে বক্তব্য রাখবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলইয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক প্রমুখ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img