মঙ্গলবার | ১৩ জানুয়ারি | ২০২৬
spot_img

মুসলমানদের মৌলিক দাবি আদায় না হলে আমরা সেই সংবিধান মানিনা: ড. আব্বাসী

তাহরীকে খতমে নবুওয়ত বাংলাদেশের আমির ড. এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, সংবিধানে যদি মুসলমানদের মৌলিক দাবিগুলো পূরণ করা না হয়, তাহলে আমরা সেই সংবিধানও মানিনা, সনদও মানিনা।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে তার বক্তৃতায় এ কথা বলেন তিনি।

আব্বাসী বলেন, আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মাদ (সা.)কে দেড় হাজার বছর আগে প্রেরণ করে নবুওয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন৷ উনার পরে কোনো নবী-রাসূল ছিলেন না, এখনো নেই এবং কেয়ামত পর্যন্ত আসবেও না৷ এটাই খতমে নবুয়তের বিশ্বাস৷ এই বিশ্বাস ছাড়া কেউ মুসলিম হতে পারেনা।

তিনি বলেন, আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেক্যুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে চায়না৷ তাদের কাছে আমার সেক্যুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের কাজ শুধু দেশের অমুসলিমদের স্বার্থ করা?

ড. আব্বাসী আরো বলেন, দেশের প্রকৃত মালিক যে প্রকৃত মুসলমান। তাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জ্বলে সেই মুসলমানদের মৌলিক দাবি যদি সংবিধানে আদায় না করা হয় তাহলে সেই সংবিধানও আমরা মানিনা৷ সেই সনদও মানিনা৷

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ