মঙ্গলবার | ১৩ জানুয়ারি | ২০২৬
spot_img

স্লোগানে উত্তাল ধানমন্ডি-৩২

বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এ গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা ‘বাধা দিলে ধানমন্ডি ৩২ থাকবে না, ভাঙতে ভাঙতে ভাঙতে দে, মুজিববাদ মুর্দাবাদ’সহ নানা রকম স্লোগান দিতে থাকেন।

এর আগে, সোমবার (১৭ নভেম্বর) সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে রওনা দেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার প্রেক্ষিতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এদিন ঢাকা সকালে কলেজের প্রধান ফটক থেকে শিক্ষার্থীদের একাংশ মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার প্রধান ফটকে অবস্থান নেন। এসময় তারা ‘হাসিনার ফাঁসি চাই’, ‘রশি লাগলে রশি নে’, ‘শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী যোগ দেন। মিছিল শেষে তারা বুলডোজারসহ ধানমন্ডি ৩২-এর পথে রওনা হন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ