বরিশাল সর্বস্তরের আলেম-ওলামা ও বিভাগীয় সকল মাদরাসার সমন্বয়ে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন আজ।
বুধবার (১৯ নভেম্বর) সকালে নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে এ আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, পাকিস্তানের লেখক আল্লামা ইলিয়াস গুম্মান ও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, ভারতের আল্লামা হোসাইন আহমাদ পালনপুরী।
অন্যানের মধ্যে আরও উপস্থিত থাকবেন, মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা জিকরুল্লাহ খান, বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতী রেজাউল করিম (চরমোনাই পীর), মুফতী ফয়জুল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা ওবায়দুল্লাহ হামজা, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা হামযা শহীদুল ইসলাম, মুফতি রেজাউল করিম আবরার প্রমূখ।









