শুক্রবার | ২১ নভেম্বর | ২০২৫

আফগানিস্তানে আফিম চাষ উল্লেখযোগ্য হারে কমেছে: ইউএনওডিসি

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এর সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে আফিম উৎপাদনকারী পপি গাছের চাষ আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হুরিয়াত রেডিও।

ইউএনওডিসি এর ৫৬ পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালে আফগানিস্তানে পপি চাষ পূর্ববর্তী সময়ের তুলনায় ৩২ শতাংশ হ্রাস পেয়েছে।

ইউএনওডিসি বলছে, পপি চাষে এই দ্রুত পতনে তারা সন্তুষ্ট। দপ্তরটির ব্যাখ্যা অনুযায়ী, ইমারাতে কর্তৃক আরোপিত পপি চাষ নিষেধাজ্ঞা এবং খরার প্রভাব উভয় কারণেই এ হ্রাস ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে আফিমের পপি চাষ আফগানিস্তানের একটি ছোট ও সীমিত এলাকায় সীমাবদ্ধ রয়েছে।

ইউএনওডিসি বলছে, এই পরিবর্তন এমন এক সময়ে এসেছে যখন নিষেধাজ্ঞা জারির পর পপি চাষ, পাচার ও উৎপাদন বন্ধে ইমারাতে ইসলামিয়ার নেতৃত্ব সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img