বিতর্কিত বক্তব্যের জেরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
সোমবার (২৪ নভেম্বর) এ নোটিশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, আমরা নোটিশ দিয়েছি। ৭ দিনের মধ্যে জবাব দিতে বলেছি।
এর আগে, গত শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় তিনি প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে আনার ইঙ্গিত দিয়ে বক্তব্য দেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
সম্মেলনে শাহজাহান বলেন, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়। যার যে নির্বাচনি এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। তার এই বক্তব্যকে প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার পরিপন্থী বলে দেখা হচ্ছে।
নোটিশে বলা হয়, শাহজাহান চৌধুরী অতীতে কয়েকবার দলীয় শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী বক্তব্য দিয়েছেন। এ কারণে তাঁকে সতর্ক করা হয়েছিল। এমনকি আমীরে জামায়াত নিজেও তাঁকে ডেকে সতর্ক করেন। তবুও তাঁর আচরণে পরিবর্তন দেখা যায়নি।
এতে আরও বলা হয়, তার সাম্প্রতিক বক্তব্য রাষ্ট্রীয় প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা স্পষ্টভাবে ব্যাহত করেছে। এতে দলীয় গঠনতন্ত্র, নীতি, আদর্শ ও শৃঙ্খলা লঙ্ঘিত হয়েছে।
এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিতভাবে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।









