লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তির দিনে দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলে এ হামলা চালায় দখলদার বাহিনী।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলীয় জেজিন এলাকার আল-মাহমুদিয়া ও আল-জারমায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
প্রসঙ্গত, গাজ্জা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থামানোর লক্ষ্যে ২০২৪ সালের ২৭ নভেম্বর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ইসরাইল। সেই হামলার বর্ষপূর্তির দিনে দক্ষিণ লেবাননে এই হামলা চালালো দখলদার দেশটি।









