মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

আমরা যেভাবে আফগানিস্তানকে স্বাধীন করেছি, ঠিক সেভাবেই গড়ে তুলব: মাওলানা হানাফী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আবদুস সালাম হানাফী বলেছেন, আফগানদের ছাড়া বিদেশিরা এই দেশ গড়ে তুলতে পারবে না। যেভাবে আমরা আফগানিস্তানকে দখলদারিত্ব থেকে মুক্ত করেছি, ঠিক সেভাবেই আমরা এ দেশকে গড়ে তুলব।

প্রযুক্তি ও পেশাগত শিক্ষা বিভাগের অধীনস্থ বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র থেকে সাড়ে তিন হাজারেরও বেশি মুজাহিদের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আফগান ডেপুটি প্রধামন্ত্রী বলেন, বিদেশি আগ্রাসন ও চাপিয়ে দেওয়া যুদ্ধ আফগানিস্তানের সব অবকাঠামো ধ্বংস করে দিয়েছে এবং গত বিশ বছরে কোনো মৌলিক উন্নয়ন হয়নি।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া পুনরায় ক্ষমতায় আসার পর দেশে নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বিশেষ অগ্রগতি অর্জিত হয়েছে।

সূত্র: আরটিএ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img