রবিবার | ১১ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসিতে আপিল করে বৈধতা পেল ইসলামী আন্দোলনের ৪ প্রার্থী

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চারজন প্রার্থী। দলটির পক্ষ থেকে করা পাঁচটি আপিলের শুনানি শেষে চারটি আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মো. হানিফ মিয়া।

অ্যাডভোকেট হানিফ মিয়া বলেন, নির্বাচন কমিশনে পাঁচটি সংসদীয় আসনের জন্য আপিল করা হয়েছিল। এর মধ্যে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, নুর উদ্দিন (চট্টগ্রাম-১১), আনোয়ার হোসেন (ঢাকা-১৮), মনসুর আহমেদ সাকী (চাঁদপুর-২) এবং মুহা. শাহজাহান আলী তালুকদার (বগুড়া-৩)। তবে বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুজিবর রহমান শামীমের মনোনয়নপত্র বাতিল বহাল রাখা হয়েছে।

মনোনয়ন বাতিলের বিষয়ে তিনি জানান, এখন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের মোট ৩৯টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা পরে তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। বাকিদের বিষয়ে আগামীকাল রোববার থেকে পুনরায় আপিল কার্যক্রম শুরু হবে, যা ১৪ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ