আফগানরা নিজ দেশে দ্বীনের শত্রুকে সহ্য করে না বলে মন্তব্য করেছেন দেশটির শরণার্থী ও প্রত্যাবাসনবিষয়ক মন্ত্রী মাওলানা আবদুল কাবীর।
আফগানিস্তানের খোস্ত প্রদেশের শমল দোয়া মান্দা জেলায় জাদরান গোত্রের নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাতে দখলদারিত্বের বিরুদ্ধে আফগানদের সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, “আফগানরা দেশে দ্বীনের শত্রুকে সহ্য করে না।”
মাওলানা আবদুল কাবীর আগের শাসনামলে অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২১ সালের পর কয়েক বছর ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ছিলেন।
সাক্ষাতে খোস্ত, পাকতিয়া ও পাকতিকা প্রদেশের আটটি জেলার জাদরান গোত্রের নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
সূত্র : আরটিএ











