মঙ্গলবার | ১৩ জানুয়ারি | ২০২৬
spot_img

মুফতী নূর আহমাদ নূরকে ভারতে দূত করে পাঠাল তালেবান সরকার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ভারতের জন্য কূটনৈতিক প্রতিনিধি নিয়োগ দিয়ে দিল্লিতে আফগান দূতাবাসের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু করেছে। তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মুফতী নূর আহমাদ নূরকে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) রাতে দিল্লির আফগান দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে বিষয়টি জানায়।

দূতাবাসের পোস্ট অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর মুফতী নূর আহমাদ নূর ইতোমধ্যে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উভয় পক্ষই আফগানিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্ক জোরদারের গুরুত্বের ওপর জোর দিয়েছে।

যদিও ভারত এখনো আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবু এই নিয়োগকে নয়াদিল্লি ও কাবুলের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এ ক্ষেত্রে ভারত ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার বিদ্যমান দূরত্বকেও কৌশলগত বিবেচনায় রাখছে।

এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। তবে দূতাবাস ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আনন্দ প্রকাশের সঙ্গে মুফতী নূর আহমাদ নূরের একটি ছবি প্রকাশ করেছে।

আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে বিদেশে আফগান কূটনৈতিক মিশনগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে তালেবানদের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে গত অক্টোবরে ভারত আফগানিস্তানে তাদের কারিগরি মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করার ঘোষণা দিয়েছিল।

সূত্র : এএফপি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ