রবিবার | ৭ ডিসেম্বর | ২০২৫

মাওলানা জসীম উদ্দীনের উপর হামলার প্রতিবাদে বিকেলে ঢাকায় হেফাজতের বিক্ষোভ

হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব ও লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসীম উদ্দীনের উপর হামলার প্রতিবাদে আজ বুধবার আসরের পর বায়তুল মোকাররমের উত্তর গেট বিক্ষোভ সমাবেশে ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।

হেফাজত ইসলাম ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, মাওলানা জসীম উদ্দীনের উপর হামলার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। আলেম-ওলামা এবং দেশপ্রেমী জনতার জীবনের নিরাপত্তার প্রশ্ন। বিষয়টিকে কোন ভাবেই গুরুত্বহীন করার এবং এই হামলাকারী ও ষরযন্ত্রকারীদের ছাড় দেয়ার অবকাশ নেই।

তিনি হেফাজত ইসলামের নেতৃবৃন্দ ও ধর্মপ্রিয় তৌহিদী জনতাকে বিক্ষোভে অংশ নেয়ার জন্য আহ্বান করেছেন। এছাড়াও মাওলানা জসীম উদ্দীনের সুস্থতা কমনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img