রবিবার | ৭ ডিসেম্বর | ২০২৫

আসন্ন রমজান মাসের আগেই চালের বাজার স্বাভাবিক হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী এক মাসের মধ্যে চালের বাজার স্বাভাবিক হবে। বিদেশ থেকে প্রচুর চাল এসেছে। বোরো ধান উঠতে শুরু করেছে। খুব দ্রুত চালের দাম কমে যাবে। আসন্ন রমজান মাসের আগেই বাজার নিয়ন্ত্রণ করা হবে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) রংপুর জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ভোজ্যতেল প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্য তেলের দাম যা নির্ধারণ করা হয়েছে তা বাজারে সঠিক দামে বিক্রি করতে হবে। আসন্ন রমজান মাসে তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে কেউ কারসাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভেজাল রিরোধী অভিযান জোরদার করা হবে।

এই সময় উপস্থিত ছিলেন, পরিষদের চেয়ারম্যান এ্যাড ছাফিয়া খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড রেজাউল ইসলাম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img