কাজের জন্য নারীদের বিদেশ গমনের হার যেমন দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তেমনই পাচার, নিপীড়ন ও মৃত্যুর ঘটনাও বাড়ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত ৯ বছরে এ সংক্রান্ত যত মামলা হয়েছে, তাতে অন্তত এক হাজার ৭৯১ জন নারী মানবপাচারের শিকার হয়েছেন। বাংলাদেশ থেকে মানব পাচারের ২১ শতাংশই নারী। বর্ডার গার্ড বাংলাদেশের তথ্য অনুযায়ী, শুধু ২০২০ সালেই অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ৩০৩ নারীকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ মার্চ) যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের ‘মানবপাচার ও অনিয়মিত অভিবাসন থেকে নারী ও শিশুদের সুরক্ষা’ বিষয়ক এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে কর্মশালায় জানানো হয়, দুবাইয়ে এখন অন্তত দেড় হাজার বাংলাদেশি তরুণীকে বিভিন্ন বারে বাধ্যতামূলক কাজ করতে হচ্ছে। রোহিঙ্গা নারী ও শিশুদের পাচারও থেমে নেই। মানবপাচার প্রতিরোধে কর্মশালায় নারী অভিবাসন নীতিমালা যথাযথ বাস্তবায়নের পাশাপাশি বেশ কয়েকটি সুপারিশ উপস্থাপন করা হয়।