বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

‘ভাইরাল হওয়া ভিডিওটি মিথ্যা; টিভি ফুটেজের জন্য অভিনয় করেছি’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক করোনার ভ্যাকসিন না নিয়ে অভিনয় করেছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে। তবে এ বিষয়টি সম্পূর্ণ গুজব বলছেন মন্ত্রী।

এবিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিন নেওয়ার পর গণমাধ্যমের অনুরোধেই নতুন করে ভ্যাকসিন নেয়ার ‘অভিনয়’ করতে হয়েছে তাকে।

তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি আমি ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিন নেয়ার পর সচিবের সঙ্গে আমরা যখন বাইরের দিকে যাচ্ছি, ওই সময় একটি চ্যানেলের সাংবাদিক এসে বলেন, তারা ফুটেজ পাননি। ওই সাংবাদিক অনুরোধ করেন, আমি যেন আবার একটু ভ্যাকসিন নেওয়ার ‘ডেমো’ করি। মূলত তার অনুরোধেই আবার একটু ভ্যাকসিন নেওয়ার ডেমো করতে হয়েছে।

আ ক ম মোজাম্মেল হক বলেন, আমার ভ্যাকসিন নেওয়ার ফুটেজ বিটিভি’র কাছে রয়েছে। কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় যে আমি ভ্যাকসিন নিইনি, আমি ওই ফুটেজ দেখাতে পারব।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img