ভারতের দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হলেন ৫০০ এর বেশি মানুষ। যা কিনা ২০২১ সালের মধ্যে সর্বোচ্চ। দেশটির একাধিক রাজ্যে ফের বাড়তে শুরু করেছে করোনার ভয়াবহতা। মোট ৮টি রাজ্যে ক্রমেই মাথাচাড়া দিচ্ছে করোনা। এই তালিকায় রয়েছে দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ুসহ একাধিক রাজ্য। দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রীও।
গত ২৪ ঘণ্টায় নতুন করে দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৬ জন। ফলে দিল্লিতে মোট করোনা আক্রান্ত মানুষের সংখ্যা দাড়িয়েছে ৬ লক্ষ ৪৫ হাজার। ভারতে মোট সংক্রমণ পৌঁছে গিয়েছে ১ কোটি ১৪ লক্ষের ঘরে। যেভাবেই হোক দেশে করোনার সেকেন্ড ওয়েভ রুখতেই হবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি।
মোদি এদিন জানান দেশের ১৬টি রাজ্যের ৭০টি জেলায় ১৫০ শতাংশ হারে বেড়ে গিয়েছে। গত ১৫দিনে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে করোনা প্রতিরোধে আরও সক্রিয় হতে হবে বলে পরামর্শ দেন মোদী।










