ফিলিস্তিনের গাজায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বুধবার (২৪ মার্চ) গাজার দক্ষিণাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানোর পর তারা রাতে এ হামলা চালায়।
ফিলিস্তিন ভূখণ্ডের প্রত্যক্ষদর্শীরা এএফপি’কে বলেন, স্থানীয় সময় রাত আড়াইটার পরপরই ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী গাজার দক্ষিণাঞ্চলে হামাসের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজা উপত্যকা থেকে বুধবার রাতে ইসরাইলে চালানো রকেট হামলার জবাবে আইডিএফ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করে হামাসের একটি রকেট কারখানায় এবং সামরিক স্থাপনায় হামলা চালায়।










