মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

১ মে হতে আফগান থেকে বিদায় নেবে ন্যাটো সেনারা

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আমেরিকা। আগামী ১১ সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তান থেকে সব সেনা সদস্যদের সরিয়ে নেবে বলে জানিয়েছে দেশটি।

এবার ন্যাটোর পক্ষ থেকে বলা হচ্ছে, আমেরিকার পরিকল্পনার সঙ্গে সংগতি রেখে তারাও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করবে।

আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে জোটের মহাসচিব জেনস স্টোলটেনবার্গ জানান, ন্যাটো তাদের ৭ হাজার সেনার সবাইকে প্রত্যাহার করে নিচ্ছে। ১ মে থেকে ‘রেসুলুট সাপোর্ট’ সেনাদের প্রত্যাহার কার্যক্রম শুরু হবে এবং তা কয়েক মাসের মধ্যেই সম্পন্ন হবে বলেও জানান স্টোলটেনবার্গ।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকানদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, ১১ সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগন আক্রমণের দুই দশক পরও সৈন্যদের সেখানে থাকার কোনও যৌক্তিকতা নেই।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img