মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

জনগণকে বাঁচাতে সরকার যেখান থেকে পারে টিকা সংগ্রহ করবে: ওবায়দুল কাদের

জনগণকে বাঁচাতে যেখান থেকে পারে সরকার ভ্যাকসিন সংগ্রহ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবার অভিন্ন শত্রু করোনাকে মোকাবিলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। করোনার ভ্যাকসিন নিয়ে কারো সঙ্গে বিশেষ কোনো সম্পর্কের দরকার নেই।

বুধবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর বনানীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ এর নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিলেন, তারাও কিন্তু রেহাই পাননি, হত্যা হত্যাকেই ডেকে আনে। বঙ্গবন্ধুর এই নৃশংস হত্যাকাণ্ড না হলে আরেক একটি খুনির দল জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত না।

ওবায়দুল কাদেরেরে দাবি, জিয়াউর রহমান নিজেই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন এবং তার পরিণতি তাকে ভোগ করতে হয়েছে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করুন। সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি এখন শেখ হাসিনাকে রাজনীতি থেকে কীভাবে সরিয়ে দেওয়া যায় সেই ষড়যন্ত্র করছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img