বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

১৭০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নৃশংস হত্যাযজ্ঞের বিপরীতে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস যথোপযুক্ত প্রতিরোধ গড়ে তুলে। হামাসের শক্ত জবাবে দখলদার ফিলিস্তিন যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনিদের গণগ্রেফতার চালাচ্ছে দখলদার ইসরাইল।

গত দুই সপ্তাহে কমপক্ষে এক হাজার ৭০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। এদের অনেকেরই ইসরাইলের নাগরিকত্বও রয়েছে।

সোমবার (৩১ মে) ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় দুই শহর আরারা ও আরা থেকে অজ্ঞাত সংখ্যক যুবককে বিনাকারণে ধরে নিয়ে গেছে ইসরাইলি পুলিশ। এদিন ইসরাইলের সীমান্তবর্তী ফিলিস্তিনের কাফের কান্না শহর থেকেও ছয় যুবককে গ্রেফতার করে ইসরাইলি পুলিশ।

হঠাৎ করে ইহুদিবাদী ইসরাইল কেন এই গণগ্রেফতার শুরু করেছেন, তা নিয়ে উদ্বিগ্ন ফিলিস্তিনিরা। ধারণা করা হচ্ছে, অবৈধ ইহুদি বসতির নিরাপত্তার জন্য এ গোপন মিশনে নেমেছে ইসরাইল।

গত ২৪ মে থেকে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনে এ ধরপাকড় শুরু করে। প্রতিদিন কমপক্ষে শতাধিক ফিলিস্তিনিকে তারা গ্রেফতার করে নিয়ে যায়। এদের মধ্যে ৩০০ জনের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img