জোরপূর্বক উচ্ছেদের প্রতিবাদ করায় জেরুসালেমের শেখ জারাহতে এক প্রতিবাদকারীকে আটক করছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি পুলিশ। জাতিসংঘের প্রতিনিধিরা ইসরাইল দখলকৃত পূর্ব জেরুসালেমের শেখ জারাহ থেকে জোরপূর্বক মজলুম ফিলিস্তিনিদের উচ্ছেদের নিন্দা জানিয়েছেন।
তারা ইসরাইলের এই কর্মকাণ্ডকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছেন।
বুধবার (২ জুন) শেখ জারাহ থেকে ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ বিষয়ক এজেন্সির (ইউএনআরডব্লিউএ) কমিশনার জেনারেল ফিলিপ্পে এসব কথা বলেন।
লাজজারিনি বলেন, দখলদার শক্তি হিসেবে ইসরাইলের এই জোরপূর্বক দখল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এসব ফিলিস্তিনি শরণার্থীরা দ্বিতীয়বারের মতো উচ্ছেদের মুখোমুখি হচ্ছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের প্রধান হিসেবে তাদের সহায়তা এবং রক্ষা করা আমাদের দায়িত্ব।
ফিলিপ্পে লাজজারিনি জানান, আরেকটি মানসিক ট্রমা এবং ক্ষতি থেকে ফিলিস্তিনি শরণার্থীদের রক্ষা করাকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, পূর্ব জেরুসালেমের ফিলিস্তিনিদের বসতি শেখ জারাহতে প্রতিদিন বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ডজনের বেশি ফিলিস্তিনি পরিবার জোরপূর্বক উচ্ছেদের মুখে বসবাস করছেন।
শেখ জারাহ সফরকালে ইউএনআরডব্লিউএ’র কমিশনার ফিলিপ্পে লাজজারিনি বলেন, দ্বিতীয়বার উচ্ছেদের শিকার হওয়া আট ফিলিস্তিনি পরিবার কতটা ঝুঁকির মধ্যে রয়েছে সেটা ব্যাখা করা কঠিন। এসব পরিবারের তিন প্রজন্মই শরণার্থী হওয়ার অভিজ্ঞতা অর্জন করেছে। এটা একটা পরাবাস্তবতা।
ফিলিস্তিনের শরণার্থীদের ত্রাণ বিষয়ক এই সংস্থা-ইসরাইলের উচ্ছেদ অভিযান শেষ করতে কর্তৃপক্ষকে আহ্বান জানানো অব্যাহত রেখেছেন। এ প্রসঙ্গে ফিলিপ্পে লাজজারিনি বলেন, শেখ জারাহসহ দখলকৃত এলাকায় ফিলিস্তিনিদের অধিকার এবং সম্মান রক্ষা করতে তারা কাজ করছেন।