সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

আল আকসায় হানা দিতে আমিরাতের সহায়তা চাইলো ই*সরাইলিরা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের একটি চরমপন্থী গ্রুপ আল আকসা মসজিদে হানা দিতে দেশটিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের কাছে সাহায্য চেয়ে আবেদন করেছে। এ লক্ষ্যে ওই কূটনীতিক মোহামেদ আল খাজাকে একটি চিঠি পাঠিয়েছে টেম্পল মাউন্ট হেরিটেজ ফান্ড গ্রুপ। খবর আল আরাবির।

দখলদার ইসরাইলি রাষ্ট্রীয় রেডিওর মাধ্যমে জানা যায়, এই গ্রুপটি যখন পরবর্তী বার মুসলিমদের প্রথম কিবলা প্রবেশ করবে তখন আমিরাতি কূটনীতিকের সাহায্য চেয়েছেন। এসময় তিনি তাদের কর্মীদের কাছেও সাহায্য চেয়েছেন।

পবিত্র এই মসজিদে ঢুকে ইহুদি অ্যাসোসিয়েশন তাদের শক্তি প্রদর্শনে বিক্ষোভ করবে বলেও জানিয়েছে ওই গ্রুপটি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img