শুক্রবার, মে ৯, ২০২৫

চুরির দায়ে তাঁতী লীগের নেতাসহ ৩ জনকে কারাদণ্ড

spot_imgspot_img

চুরির অপরাধে মেহেরপুর জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ আরও ২ জনকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত অপর দু’জন হলেন- পৌর কলেজ মাঠ পাড়ার আশরাফুল ইসলাম ভোদর ও মেহেরপুর শহরের নতুনপাড়ার শাহাবুদ্দিন।

মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহারের আদালত এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, মেহেরপুর ফুলবাগান পাড়ার একটি বাড়িতে চুরির অপরাধে তাদের এ সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মেহেরপুর তাঁতী লীগের সভাপতি নুর ইসলাম সুবাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগের একটি মামলায় মেহেরপুর জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ আরও দু’জনের সাজা হয়েছে। আদালত যেহেতু সাজা দিয়েছে তাই এখানে আমাদের কিছু বলার নেই। বিষয়টি কেন্দ্রীয় তাঁতী লীগের অফিসে আমি ফোনের মাধ্যমে অবগত করেছি। কেন্দ্রীয় নেতারা কোন ব্যবস্থা না নেওয়ার জন্য বলেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img