বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশসহ ৬ দেশের ওপর তুরস্কের ভ্রমণ নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বাংলাদেশ-ভারতসহ ছয় দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক।

তুরস্কের জানায়, করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুন) তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

সার্কুলারে বলা হয়, ১ জুলাই থেকে বাংলাদেশ, ব্রাজিল, সাউথ আফ্রিকা, ভারত, নেপাল ও শ্রীলংকার সঙ্গে প্লেন যোগাযোগ বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

সার্কুলারে আরও বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী তুরস্ক এ ছয় দেশের নাগরিকদের জন্য স্থল, আকাশ, সাগর ও রেলপথ ব্যবহার করে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img