বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

ইসরাইলকে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ায় যা বলল হামাস

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা দেয়ার কঠোর সমালোচনা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, আফ্রিকান ইউনিয়নের এই সিদ্ধান্ত দুঃখজনক এবং তিরস্কারযোগ্য।

গতকাল (শনিবার) এক বিবৃতিতে হামাস বলেছে, “ইসরাইলকে পর্যবেক্ষকের মর্যাদা দেয়ার সিদ্ধান্ত দখলদার এই শক্তিকে আমাদের সীমান্তে উপস্থিতির বৈধতা দেবে, ফিলিস্তিনিদের অধিকার অস্বীকার করার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেবে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে বর্বরতা চালিয়ে আসছে তা অব্যাহত রাখার সুযোগ পাবে।”

হামাস তাদের বিবৃতিতে আরো বলেছে, “দুঃখজনকভাবে যে আফ্রিকান ইউনিয়ন এই সিদ্ধান্ত নিয়েছে তারা অতীতে দাসত্ব এবং উপনিবেশবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে এবং এজন্য তাদেরকে প্রচুর মূল্য দিতে হয়েছে।”

বিবৃতিতে হামাস বলেছে, “আফ্রিকার দেশগুলো দীর্ঘ সময় ধরে ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছে এবং আশা করি ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত থাকবে। ফলে আমরা আফ্রিকান ইউনিয়ন থেকে দখলদার ইসরাইলের দ্রুত বহিষ্কার চাই এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানাই।”

হামাস তাদের বিবৃতিতে আরো বলেছে, “ইহুদিবাদী ইসরাইলকে সত্য ও ন্যায় মেনে নিতে হবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিরা যে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পোষণ করে আসছে তা বাস্তবায়নের সুযোগ দিতে হবে এবং ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি ও ভূমি থেকে যে জোরপূর্বক উচ্ছঋদ করা হয়েছে তার অবসান ঘটিয়ে তাদেরকে নিজ ভূমিতে ফেরার সুযোগ দিতে হবে।”

গত ২০ বছর ধরে ইহুদিবাদী ইসরাইল আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা পাওয়ার জন্য লবিং করেছে এবং গত বৃহস্পতিবার তারা পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে। ইথিওপিয়া, বুরুন্ডি এবং চাদে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত অ্যালেলি আদমাসু আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান মুসা ফাকি মাহামাতের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img

এই বিভাগের

spot_img