বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

আবারও এক ফিলিস্তিনিকে শহীদ করলো ইসরায়েলি বাহিনী

আবারও এক ফিলিস্তিনিকে হত্যা করলো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলি বাহিনী। দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের প্রতিবাদে শুক্রবার বিক্ষোভের সময় ঐ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

স্থানীয় সময় শুক্রবার অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে নাবলুস শহরে প্রতিবাদ কর্মসূচির আয়োজনে শতাধিক ফিলিস্তিনি জড়ো হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলির গুলিতে ৩৮ বছর বয়সী ইমাদ আলী মোহাম্মদ দৈওকত গুলিবিদ্ধ হন। তাকে নাবলুসের হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হামলায় আহত ২১ জনকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে রেড ক্রিসেন্ট। এদের সবাই রাবার বুলেটে বিদ্ধ হন।

ইসরায়েলের দখলদারিত্ব এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রায় বিক্ষোভ বের করেন ফিলিস্তিনিরা। এতে অবৈধ রাষ্ট্র ইসরায়েলি বাহিনী হামলায় গুলিবিদ্ধ হয়ে হতাহত হন অনেকে ফিলিস্তিনি।

সূত্র : রয়টার্স

spot_img
spot_img

এই বিভাগের

spot_img