উপমহাদেশের অন্যতম প্রধান আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর জানাজার নামাজ আজ বৃহস্পতিবার রাত ১১ টায় হাটহাজারী মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।
বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস নদভী।
তিনি জানান, আল্লামা বাবুনগরীর পরিবার ও মাদরাসার পরিচালনা কমিটির সদস্যগণ মিলে নতুন এ জানাজার সময় নির্ধারণ করেছেন। জানাজা শেষে হাটহাজারী মাদরাসায় আল্লামা বাবুনগরীকে দাফন করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন আল্লামা বাবুনগরী। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগ ছিলেন। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।