ফিলিস্তিনের পবিত্র জেরুসালেম আল-কুদস শহর এবং আল-আকসা মসজিদ কমপ্লেক্সে দফায় দফায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আরব লীগ। সংস্থাটি বলেছে, তেল আবিবের এই ভূমিকা বেআইনি এবং পবিত্র আল-আকসা মসজিদের ঐতিহাসিক মর্যাদার চরম অবমাননা। ইসরাইলের অব্যাহত আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতিও মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।
রবিবার (২২ আগস্ট) ইহুদিবাদীদের পক্ষ থেকে পবিত্র আল-আকসা মসজিদে আগুন লাগানোর ৫২তম বার্ষিকীতে আরব লীগ এই হুঁশিয়ারিমূলক বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, একজন ইহুদিবাদী সন্ত্রাসী ১৯৬৯ সালে পবিত্র আল-আকসা মসজিদে যে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটায় তা ছিল ঘৃণ্য ও আন্তর্জাতিক অপরাধ, এর মূল পরিকল্পনাকারী ছিল সেই সময়কার দখলদার ইসরাইল কর্তৃপক্ষ।
আরব লীগ বিবৃতিতে পবিত্র আল-আকসা মসজিদ ও আল-কুদস শহরের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি ইহুদিবাদীদের হাত থেকে জেরুসালেম শহরের মুসলমান এবং খ্রিষ্টানদের জন্য পবিত্র এই স্থাপনাগুলোর সুরক্ষা দেওয়ার কথা বলেছে।
উল্লেখ্য, ১৯৬৯ সালের ২১ আগস্ট ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনকারী অস্ট্রেলীয় ইহুদি নাগরিক ডেনিস মিশেল রোহান ইসরাইলের সরকারী কর্মকর্তা ও সামরিক বাহিনীর সহায়তায় আল-আকসা মসজিদে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মসজিদের দক্ষিণ-পূর্ব অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সূত্র : পার্সটুডে