বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

জেল থেকে পালানো চার বন্দীকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ

স্বাধীন জীবনের সন্ধানে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের জেনিন শহরের কারাগার থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালানো ছয় ফিলিস্তিনী বন্দীর মধ্যে চারজনকে আবার গ্রেফতার করেছে তেল আবিব পুলিশ।

শনিবার (১১ সেপ্টেম্বর) ইসরাইলি পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পুলিশের এক মুখপাত্র জানান, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পালিয়ে যাওয়া ছয় বন্দীর মধ্যে দুইজনকে গ্রেফতার করে ইসরাইল। নাজারেথ শহরের কাছে খ্রিস্ট ধর্মীয় পবিত্র স্থান জাবাল কাফাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ইসলামি জিহাদের সদস্য মাহমুদ আল-আরিদা ও ইসমাইল কাদরি নামের এই দুই বন্দীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে অবৈধ রাষ্ট্র ইসরাইলের তথাকথিত আদালত।

পরে শুক্রবার দিবাগত রাতে পালিয়ে যাওয়া আরো দুই বন্দীকে গ্রেফতার করার কথা জানায় ইসরাইলি পুলিশ। উত্তর ইসরাইলের নাজারেথ শহরের কাছে ‘আল-শিবলি’ গ্রাম থেকে মুহাম্মাদ আল-আরিদা ও জাকারিয়া জুবাইদিকে গ্রেফতার করা হয়।

এদিকে শুক্রবার গিলবোয়া কারাগার থেকে পালানো ছয় ফিলিস্তিনী বন্দীর সাথে সংহতি প্রকাশে জেরুসালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img