বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

মুক্ত জীবনের চেষ্টায় পালিয়ে থাকা শেষ দুই ফিলিস্তিনীকে ধরে নিয়ে গেছে ইসরাইল

spot_imgspot_img

মুক্ত জীবনের সন্ধানে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গিলবোয়া কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনী বন্দীর মধ্যে গ্রেফতারির বাইরে থাকা সর্বশেষ দুই জনকে পুনরায় ধরে নিয়ে গেছে তেল আবিব। এছাড়াও পালিয়ে থাকা নিরাপরাধ এই দুই ফিলিস্তিনীকে সহায়তা করার অভিযোগ এনে আরো দুই ব্যক্তিকে আটক করে ইসরাইল।

রোববার (১৯ সেপ্টেম্বর) ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিন এ অনুপ্রবেশ ও যৌথ হামলা চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ইসরাইলি সামরিক বাহিনী, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেত ও পুলিশ।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র আভিখায়ি আদরায়ি এক বার্তায় এ তথ্য জানান।

ইহুদী এই কমান্ডার বলেন, নায়েফ কামামজি ও মুনাদেল ইয়াকুব আনফিয়াত জেনিনে তাদের লুকিয়ে থাকা বাড়ি সেনাবাহিনী ও পুলিশ ঘেরাও করার পর আত্মসমর্পণ করেছে।

অপর এক টুইট বার্তায় ইসরাইলের ইহুদি কমান্ডার আভিখায়ি আদরায়ি বলেন, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা বাড়ির চারপাশে ঘেরাও করে নায়েফ ও মুনাদেলের বের হয়ে না আসা পর্যন্ত গুলি করতে থাকে। পরে তারা নিরস্ত্র অবস্থায় বের হয়ে এলে তাদেরকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img