রবিবার | ৭ ডিসেম্বর | ২০২৫

এক বছরের ভিতর ইসরাইলকে ফিলিস্তিন ছাড়ার হুঁশিয়ারি দিলেন মাহমুদ আব্বাস

আগামী এক বছরের ভিতর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সৈন্যদেরকে ফিলিস্তিনের দখলকৃত ভূ-খন্ড ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অন্যথায় ১৯৬৭ পূর্ব সীমান্তের ওপর ভিত্তি করে ইহুদী এ অবৈধ রাষ্ট্রকে আর মেনে নেওয়া হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভার্চুয়ালি দেওয়া এক ভাষণে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন।

এসময় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনে’ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আমরা দখলদার শক্তি ইসরাইলকে পূর্ব জেরুসালেমসহ ১৯৬৭ সালে দখলকৃত ফিলিস্তিন ভূ-খণ্ড থেকে চলে যেতে এক বছর সময় দিয়েছি।

প্রেসিডেন্ট আব্বাস বলেন, জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী ইসরাইল ও ফিলিস্তিন রাষ্ট্রের চূড়ান্ত মর্যাদা দেওয়ার বিষয় নিয়ে সৃষ্ট সংকট সমাধানের বিষয়ে ‘এ বছরজুড়ে কাজ করতে ’ ফিলিস্তিনিরা প্রস্তুত রয়েছে। তবে এ সময়ের মধ্যে সংকট সমাধান না হলে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ইসরাইলের স্বীকৃতি কেন বজায় রাখতে হবে?

মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখলের বৈধতা প্রশ্নে ফিলিস্তিনিরা আন্তর্জাতিক আদালতে যাবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img