ভারতে উগ্র হিন্দুত্ববাদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত মুসলিম বিরোধী সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ সম্পর্কে বলেছেন, এই আইনে কোনও বিপদ নেই।
এই হিন্দুত্ববাদীর দাবি, দেশে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চলছে।
রোববার (২৫ অক্টোবর) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুসলিমদের জনসংখ্যা কমাতেই ওই আইন, এমন রটনা করে মুসলিমদের বিভ্রান্ত করা হয়েছিল বলে দাবি করেছে উগ্র হিন্দত্ববাদী আরএসএস নেতা মোহন ভাগবত। তার বক্তব্য, প্রতিবেশী দেশগুলোতে ধর্মীয় সংখ্যালঘুদের হেনস্থার হাত থেকে রক্ষা করতে ওই আইন হয়েছে। তারা এ দেশে এলে যাতে নাগরিকত্বের অধিকার পাওয়া থেকে বঞ্চিত না হয় সে কথা মাথায় রেখেই ওই আইন করা হয়েছে।









