বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

ড. খুদারিসহ ফিলিস্তিনিদের মুক্তি দিতে সৌদির প্রতি হামাসের আহ্বান

আটক ফিলিস্তিনিদের মুক্তি দিতে আবারও সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

সম্প্রতি এক বিবৃতিতে এ আহ্বান জানায় হামাস।

বিবৃতিতে সংগঠনটি জানায়, সৌদি আরবে হামাসের প্রতিনিধি ড. মুহাম্মাদ সালেহ আল খুদারি ও তার ছেলে হানি মুহাম্মাদ খুদারিকে রিয়াদ অন্যায়ভাবে আটক রেখেছে।

সংগঠনটি আরও জানায়, মুহাম্মাদ আল খুদারিসহ অন্য ফিলিস্তিনিদের ওপর ব্যাপক জুলুম করা হয়েছে এবং তারা নিপীড়নের শিকার।

জাতিসংঘের মানবাধিকার পরিষদ এক প্রতিবেদনে জানায়, সৌদি আরবে ফিলিস্তিনি বন্দীদের প্রাথমিক ও মৌলিক অধিকারগুলো লঙ্ঘন করা হচ্ছে। বন্দীদের দ্রুত মুক্তি ও ক্ষতিপূরণই হচ্ছে এ ক্ষেত্রে সবচেয়ে উত্তম।

২০১৯ সালে সৌদি আরবের গোয়েন্দা বাহিনী জেদ্দা শহর থেকে ড. মুহাম্মাদ আল-খুদারি ও তার ছেলেকে আটক করে। তখন বলা হয়েছিল, দ্রুতই তাদেরকে মুক্তি দেওয়া হবে। কিন্তু এখনও তাদের মুক্তি দেওয়া হয়নি।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img

এই বিভাগের

spot_img