বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

আফগানিস্তানে ১০টি বালিকা স্কুল চালু করলো তুরস্ক

তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের সঙ্গে আলোচনার পর দেশটিতে মেয়েদের ১০ স্কুল পুনরায় চালু করেছে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, তুরস্কের রাষ্ট্রীয় তহবিলে পরিচালিত মারিফ ফাউন্ডেশনের আওতায় আফগানিস্তানের ১৪টি বালিকা বিদ্যালয়ের মধ্যে ১০টি পুনরায় চালু করা হয়েছে। মারিফ ফাউন্ডেশনের অধীনে আফগানিস্তানে ৮০টি স্কুল পরিচালনা করা হচ্ছে।

শুক্রবার (৫ নভেম্বর) মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এসব কথা বলেছেন বলে মিডেল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত মাসে তুরস্কে সফর করা তালেবানের প্রতিনিধি দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমীর খান মুত্তাকি।

তিনি বলেন, তালেবান সরকারের অধীনে নারীদের আরও সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে। মারিফ ফাউন্ডেশনের মতো সংস্থাগুলো এই লক্ষ্য পূরণে কাজ করবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img